South east bank ad

ধানমন্ডি থেকে ফেনীর সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহ গ্রেফতার

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন   |   এমপি

ধানমন্ডি থেকে ফেনীর সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহ গ্রেফতার
 

রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব সদর দফতরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

তিনি বলেন, ফেনীর সোনাগাজী থানায় করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধানমন্ডির বাসা থেকে রহিম উল্লাহকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে সাংবাদিকদের কাছে র‍্যাবের পাঠানো খুদে বার্তায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীর সোনাগাজীতে টমটমচালক জাফর আহাম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি হাজি রহিম উল্লাহ। তিনি জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-২। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এর পর থেকে এখন পর্যন্ত বিগত সরকারের উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের সাবেক আইজিপি, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাসহ শীর্ষ পর্যায়ের অন্তত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

BBS cable ad