শিরোনাম

South east bank ad

ভূমিসেবায় বিশেষ অবদান রাখায় পুরস্কার পেলেন পঞ্চগড়ের সাবেক ডিসি

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

ভূমিসেবায় বিশেষ অবদান রাখায় পুরস্কার পেলেন পঞ্চগড়ের সাবেক ডিসি

অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ও নাগরিকদের ভূমিসেবায় বিশেষ অবদান রাখায় ভূমি মন্ত্রণালয় থেকে পুরস্কার পেয়েছেন পঞ্চগড়ের সদ্য সাবেক জেলা প্রশাসক সাবেত আলী। ২০২৪-২৫ অর্থবছরে জেলা প্রশাসক ক্যাটাগরিতে তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

সোমবার রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

জানা যায়, পঞ্চগড় জেলা প্রশাসক হিসেবে যোগদানের এক থেকে দেড় বছরের স্বল্প সময়েই পুরো জেলায় ভূমিসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সরকারের এই কর্মকর্তা।
তার নির্দেশনায় ভূমি অফিসে চালু করা হয় করপোরেট সেবা। যেখানে একই কক্ষে বসে সব কর্মকর্তা-কর্মচারীরা নাগরিকদের সেবা দেন। এতে নামজারিসহ সব সেবা দ্রুত ও হয়রানিমুক্ত হচ্ছে বলে দাবি করেন তারা। এমনকি এই সিস্টেমের কারণে অসাধুচক্রের দৌরাত্ম্য কমার পাশাপাশি ফাইলের জট যেমন কমেছে, তেমনি ভূমিসেবার গতিও বেড়েছে।

সাবেত আলী পঞ্চগড় জেলা প্রশাসক থেকে বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পুরস্কার গ্রহণ করে সাবেত আলী বলেন, আমি চেষ্টা করেছি গ্রামের সহজ-সরল মানুষরা যেন হয়রানিমুক্ত সেবা পায়। তাদের যেন এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরতে না নয়। তাই করপোরেট সেবা চালু করেছি।
আমার এই চেষ্টার পেছনে আমার সহকর্মীরা দারুণ ভূমিকা রেখেছে। এই অর্জন আমাদের সবার।

BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: