শিরোনাম

South east bank ad

ভূমিকম্পে সচিবালয়ের নতুন ভবনে ফাটল, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

ভূমিকম্পে সচিবালয়ের নতুন ভবনে ফাটল, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

ভূমিকম্পের কারণে সচিবালয়ে নতুন নির্মিত ১ নম্বর ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। সচিবালয়ের পশ্চিম উত্তর প্রান্তে অবস্থিত এ ভবনে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করেন। ফাটলের কারণে এ ভবনে অফিস করা কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী তাদের আতঙ্কের কথা জানিয়েছেন।

তবে গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা জানিয়েছেন, এক নম্বর ভবনে ইটের নির্মিত ৫ ইঞ্চি দেয়ালের কিছু কিছু স্থানে ফাটল ধরেছে।
অন্য কয়েকটি ভবনেও এমন ফাটল রয়েছে। এটি ভবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়। শিগগির এ ফাটল মেরামত করা হবে।

সোমবার (২৪ নভেম্বর) ১ নম্বর ভবনে গিয়ে ১০ তলায় ৯৩০ নম্বর কক্ষের দরজার নিচের দিকে উত্তর পাশের দেয়ালে বড় ধরনের ফাটল দেখা গেছে।

BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: