শিরোনাম

South east bank ad

পে স্কেল নিয়ে সুখবর, বৈঠক ফলপ্রসূ

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

পে স্কেল নিয়ে সুখবর, বৈঠক ফলপ্রসূ

সচিবদের সঙ্গে জাতীয় পে কমিশনের বৈঠক ফলপ্রসূ হয়েছে। আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যে কমিশন তাদের সুপারিশ জমা দেবে বলে জানা গেছে।

আজ সোমবার নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করে পে কমিশন। বিকেল ৩টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলনকক্ষে এই বৈঠক শুরু হয়।
চলে বিকেল ৫টা পর্যন্ত।

সভা শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান গণমাধ্যমকে বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে সব সচিব সভায় উপস্থিত হননি।’ কবে নাগাদ সুপারিশ হতে পারে—এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি।

বৈঠকে নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নে মত দিয়েছেন সচিবরা। এসব সুপারিশ বিবেচনা করবে জাতীয় পে কমিশন। তবে সুপরিশ জমা দেওয়ার আগে সচিবদের সঙ্গে আবারো আলোচনায় বসতে পারে কমিশন।

গত ২৭ জুলাই জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময়োপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করে সরকার।
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে কমিশনের সভাপতি করা হয়। কমিশনের প্রথম সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দিতে বলেছে অর্থ বিভাগ।

এদিকে পে কমিশনকে সুপারিশ দাখিলের জন্য ৩০ নভেম্বর আলটিমেটাম দিয়েছেন কর্মচারী নেতারা। এই সময়ের মধ্যে সুপারিশ না দিলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা।

পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশও করবেন কর্মচারীরা।
এর আগে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির কাছ থেকে অনলাইনে প্রশ্নমালার মাধ্যমে মতামত সংগ্রহ করে কমিশন।

BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: