বিদেশে প্রশিক্ষণে গিয়ে দেশে ফেরেননি ৪০ চিকিৎসক: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশের বাইরে প্রশিক্ষণ নিতে গিয়ে ৪০ জনেরও বেশি চিকিৎসক ফেরেননি। দরিদ্র দেশের জন্য এটা অপচয়। এসব ক্ষেত্রে শর্তসাপেক্ষে বিদেশে প্রশিক্ষণে যেতে পারবেন চিকিৎসকরা।
শনিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস পালন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিদেশে প্রশিক্ষণ নিতে যাওয়া চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দুই থেকে তিন দিনের প্রশিক্ষণে ভালোভাবে শেখার সুযোগ নেই। তাই সাতদিন বা লম্বা সময় ধরে প্রশিক্ষণে কোনো আপত্তি নেই। কিন্তু ৪০ জনেরও বেশি ডাক্তার দেশের বাইরে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর ডিগ্রি নিতে গিয়ে আর ফেরত আসেননি।
তিনি আরো বলেন, তাদের কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। তবু কাজ হয়নি। দরিদ্র দেশের এই অপচয় কীভাবে ঠেকাবেন? তাই দেশে ফেরার শর্তসাপেক্ষে বিদেশে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর শিক্ষার জন্য যেতে পারবেন ডাক্তাররা।
নূরজাহান বেগম বলেন, দেশে ওষুধের দাম দিনদিন বাড়ছে। সাধারণ মানুষের ক্রয়সীমায় এনে ওষুধের মূল্য নির্ধারণ করা উচিত।
স্বাস্থ্য উপদেষ্টা জানিয়েছেন, মহামারি বা দুর্যোগকালে কাউকে চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে হয়নি। দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে।