নতুন করে ৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, মোট উত্তীর্ণ ২১৩৯৭
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন।
বুধবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসে আগের ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীর সঙ্গে নতুন করে লিখিত পরীক্ষার সুযোগ পেয়েছেন আরো ১০ হাজার ৭৫৯ জন প্রার্থী।
এর আগে, ৯ মে প্রকাশিত ফলাফলে ১০ হাজার ৬৩৮ প্রার্থী উত্তীর্ণ হন। তখন সম্ভাব্য বৈষম্য দূর করতে আরো সমসংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে ফের ফল ঘোষণার সিদ্ধান্ত নেয় পিএসসি।