অতিরিক্ত ডিআইজি মশিউরসহ দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত
হত্যা মামলায় কারাগারে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
হত্যা মামলায় কারাগারে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ডিএমপির সাবেক এডিসি জুয়েল রানাকেও একই দিন সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা আছে। দুজন বর্তমানে কারাগারে আছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিবির সাবেক ডিসি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও বর্তমানে পুলিশ সুপার হিসেবে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মশিউর রহমানকে নিউমার্কেট থানার মামলায় গ্রেফতার করে ২০ সেপ্টেম্বর আদালতে প্রেরণ করা হয়েছে। সেহেতু মশিউর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।