South east bank ad

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ: ৫৩ শিক্ষার্থী আটক

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ: ৫৩ শিক্ষার্থী আটক

এইচএসসি ও সমমান ফলাফলে ত্রুটি সংশোধন ও পুনরায় প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করা শিক্ষার্থীদের মধ্যে ৫৩ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পুলিশের দুটি প্রিজন ভ্যানে তাদের তোলা হয়।

এর আগে বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এসব শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করেন। নানা স্লোগান দিতে থাকা বিক্ষোভকারী শিক্ষার্থীরা দুপুর ২টা ৫০ মিনিটের দিকে সচিবালয়ে ঢুকে পড়ে। পরে সেনাবাহিনী ও পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে পড়ে তারা।

এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল পুনর্মূল্যায়ন ও ফলাফলের ত্রুটি সংশোধনের দাবিতে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা বলেছে, ‘আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফল দেয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।’

এর আগে গেল ২০ আগস্ট নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে হঠাৎ মিছিল নিয়ে সচিবালয়ে ঢুকে পড়েন শতশত পরীক্ষার্থী।

BBS cable ad