শিরোনাম

South east bank ad

দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়াদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়াদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার রাজশাহী বিজিবি সেক্টর হেডকোয়ার্টার এবং ১ বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে। এটার বিরুদ্ধে একটা ডিসিশনে আসতে হবে। বিগত সরকারের আমলে কিছু হয়তো মেরিটে গেছেন। কিন্তু যারা দলীয় বিবেচনায় গেছেন, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি একটা ব্যবস্থা নেয়া হবে।

পুলিশে যোগদান না করা কর্মকর্তাদের বিষয় তিনি বলেন, পুলিশে এ পর্যন্ত ১৮৭ জন কর্মকর্তা যোগদান করেননি। তারা আর পুলিশে নেই। তাদের আমরা ধরে নিয়েছি সন্ত্রাসী। তাদের সরাসরি গ্রেফতার করা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ৫ আগস্ট এরপর যে অবস্থা ছিল তা থেকে অনেকটা উত্তরণ হয়েছে। পরিস্থিতির উন্নতি হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, কৃষিক্ষেত্রে শুধু যান্ত্রিকীকরণই নয়, সারের ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে। এটার ক্ষেত্রে আমরা একটা তদন্ত করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া হচ্ছে।
BBS cable ad