ডিসি নিয়োগে ঘুষের অভিযোগ আমলে নিয়ে তদন্তের সিদ্ধান্ত

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের বিরুদ্ধে ওঠা আর্থিক লেনদেনের অভিযোগ আমলে নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
সম্প্রতি জনপ্রশাসন সচিতের বিরুদ্ধে বিপুল অংকের আর্থিক লেনদেনের অভিযোগ সংবাদমাধ্যমে এসেছে।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আইসিটি, স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টার সমন্বয়ে কমিটি করে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিয়ে সরকার উদ্বিগ্ন। এটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) জেনারেটেড কি না, তা-ও তদন্ত করা হবে।
ডিসি নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে দৈনিক কালবেলা পরপর দুটি প্রতিবেদন প্রকাশ করে।
দ্বিতীয় প্রতিবেদনে হোয়াটসঅ্যাপে বার্তা আদানপ্রদানের কিছু ক্রিনশট প্রকাশ করে বলা হয়, ওই আলাপচারিতা একজন যুগ্ম সচিবের সঙ্গে জনপ্রশাসন সচিবের। ডিসি নিয়োগে ‘৫ থেকে ১০ কোটি টাকা’ লেনদেনের কথা হয় সেখানে।
বাংলানিউজ স্বাধীনভাবে অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি। তবে প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হন জনপ্রশাসন সচিব। আর্থিক লেনদেনের অভিযোগকে তিনি ‘মূল্যহীন’ বলে দাবি করেন।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
সম্প্রতি জনপ্রশাসন সচিতের বিরুদ্ধে বিপুল অংকের আর্থিক লেনদেনের অভিযোগ সংবাদমাধ্যমে এসেছে।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আইসিটি, স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টার সমন্বয়ে কমিটি করে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিয়ে সরকার উদ্বিগ্ন। এটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) জেনারেটেড কি না, তা-ও তদন্ত করা হবে।
ডিসি নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে দৈনিক কালবেলা পরপর দুটি প্রতিবেদন প্রকাশ করে।
দ্বিতীয় প্রতিবেদনে হোয়াটসঅ্যাপে বার্তা আদানপ্রদানের কিছু ক্রিনশট প্রকাশ করে বলা হয়, ওই আলাপচারিতা একজন যুগ্ম সচিবের সঙ্গে জনপ্রশাসন সচিবের। ডিসি নিয়োগে ‘৫ থেকে ১০ কোটি টাকা’ লেনদেনের কথা হয় সেখানে।
বাংলানিউজ স্বাধীনভাবে অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি। তবে প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হন জনপ্রশাসন সচিব। আর্থিক লেনদেনের অভিযোগকে তিনি ‘মূল্যহীন’ বলে দাবি করেন।