South east bank ad

জাবির প্রক্টরিয়াল বডিতে নতুন চার মুখ

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

জাবির প্রক্টরিয়াল বডিতে নতুন চার মুখ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টরিয়াল বডিতে নতুন চার শিক্ষককে যুক্ত করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, প্রক্টরিয়াল বডিতে চারজন শিক্ষককে যোগদানের তারিখ হতে দুই বছরের জন্য সহকারী প্রক্টর নিয়োগ করা হলো। তারা প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন- প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলমগীর কবির, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী এবং সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান।

BBS cable ad