চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের অবস্থান ও স্মারকলিপি প্রদান

বেতন ভাতাসহ চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছের চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা।
রোববার দুপুর ১২টা ৪০ মিনিট থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনের রাস্তার ফুটপাতে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের একটি প্লাটফর্মের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ সময় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
সেখানে ১০০ থেকে ১২০ জন উপস্থিত রয়েছেন। নেতৃত্ব দিচ্ছেন প্রধান সমন্বয়ক নাঈমুল ইসলাম। বিমান বাহিনীর সমন্বয়ক কোরবান আলী, নৌবাহিনী সমন্বয়ক আব্দুল হাকিম, সেনাবাহিনীর সমন্বয়ক বাতেন উদ্দিন ভূঁইয়া প্রমুখ অবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন।