ইসি ভবন ত্যাগ করলেন কাজী হাবিবুল আওয়াল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের যে কোনো সময় পদত্যাগের গুঞ্জন চাউর হয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবন (ইসি) ত্যাগ করেছেন তিনি।
এর আগে তিনি ইসি ব্রি. জে. (অব.) আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা ও আনিছুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
সিইসি কাজী হাবিবুল আওয়ালের পর একে একে নির্বাচন ভবন ত্যাগ করেন অন্য কমিশনাররা। তবে এখনো পর্যন্ত ইসি ভবনে প্রবেশ করেননি নির্বাচন কমিশনার মো. আলমগীর ও ইসি সচিব শফিউল আজিম।
গুঞ্জন রয়েছে, যে কোনো সময় পদত্যাগ করতে পারেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরই মধ্যে সিইসি এবং অন্য কমিশনাররা পদত্যাগের সার্বিক প্রস্তুতি সেরে নিয়েছেন বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠরা।
এদিকে নির্বাচন ভবনের ভেতরে ও বাহিরে গণঅধিকার পরিষদের দুই পক্ষ, এনডিএম, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদসহ ৫/৬টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে অবস্থান করছেন।