South east bank ad

বন্যার্তদের সহায়তা একদিনের বেতন দেবেন প্রাণিসম্পদের কর্মকর্তারা

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

বন্যার্তদের সহায়তা একদিনের বেতন দেবেন প্রাণিসম্পদের কর্মকর্তারা

দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

শুক্রবার (২৩ আগস্ট) এ কথা জানান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফরিদা আখতার।

উপদেষ্টা ফরিদা আখতার জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, কর্মচারী একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন। দেশের এই সংকটকাল উত্তরণে সবাইকে এগিয়ে আসার জন্যও তিনি আহ্বান জানান তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা বিবেকানন্দ রায়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

BBS cable ad