South east bank ad

ঢাকায় যেসব বিষয় নিয়ে আলোচনা করবে জাতিসংঘ

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২৪, ১২:৪০ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

ঢাকায় যেসব বিষয় নিয়ে আলোচনা করবে জাতিসংঘ

তদন্ত নয় বরং কোটা সংস্কার ও পরে সরকার পতনের আন্দোলনকে ঘিরে সংঘর্ষে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তে কোন কোন ক্ষেত্রে সহায়তা দেওয়া যায়, তথ্যানুসন্ধান মিশন কীভাবে কাজ করবে এবং তদন্তের পদ্ধতি কী হবে– তা নিয়ে আলোচনা করতে ঢাকা সফরে এসেছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিসে এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মুনগোভেন নেতৃত্বে গত বুধবার ঢাকায় পৌঁছেছে জাতিসংঘের তিন সদস্যের এই প্রতিনিধি দল।

বৃহষ্পতিবার সকালে প্রতিনিধি দলটি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার দফতরে দেখা করেছে। আলোচনার পর প্রতিনিধি দলের নেতা রুরি ম্যানগোভেন বলেন, ‘আমাদের দফতর কীভাবে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে পারে, সেটির বিষয়ে প্রাথমিক ও প্রাক্‌-অনুসন্ধান আলোচনা করেছি।

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের জনগণ, বিশেষ করে তরুণেরা গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যে সাহস ও অঙ্গীকার দেখিয়েছেন, সেটিতে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক কমিশনার ফলকার টুর্ক অনুপ্রাণিত হয়েছেন। এ প্রেক্ষাপটে তার কার্যালয় অন্তর্বর্তীকালীন সরকার, নাগরিক সমাজ ও বাংলাদেশের জনগণকে যেকোনো ধরনের সহায়তা করতে রাজি আছে।

রুরি ম্যানগোভেন বলেন, ‘এ সপ্তাহে আমাদের যে দলটি বাংলাদেশ সফর করছে, সেটি তদন্ত দল নয়; এটা প্রাক্‌–তথ্যানুসন্ধান দল। আমরা অন্তর্বতী সরকার, উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয় ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলে আপনাদের অগ্রাধিকার এই চাহিদা সম্পর্কে জানব এবং হাইকমিশনারের দফতর কীভাবে সহায়তা করতে পারে, সেটি বুঝব। আমরা অবশ্যই তথ্যানুসন্ধানের বিষয় নিয়ে আলোচনা করব। এর প্রক্রিয়া, এটি কীভাবে জাতীয় তদন্তপ্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে, এগুলো নিয়ে আলোচনা করব। এটি কীভাবে হবে, এ মুহূর্তে বলতে পারছি না।’

দীর্ঘ ১৫ বছর ধরে দায়িত্ব পালন করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার এই ঘটনাটির সূত্রপাত হয়েছিল সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনকারী একদল ছাত্রদের মাধ্যমে। জুলাই মাসে শুরু হওয়া বিক্ষোভের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রায় 300 জন নিহত হয়েছিল, যাদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্র।

পরবর্তীতে হাসিনা দেশ থেকে পালিয়ে নতুন দিল্লিতে যাওয়ার পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান, ভলকার তুর্ক গত সপ্তাহে ইউনূসের সাথে ফোনে কথোপকথনকালে বলেছিলেন যে বিক্ষোভকারীদের হত্যার তদন্তের জন্য জাতিসংঘের নেতৃত্বে একটি তদন্ত প্রক্রিয়া "খুব শীঘ্রই" শুরু হবে।

বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় থেকে গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় বলেছে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দলটি ২২-২৯ সেপ্টেম্বর ঢাকা সফর করবে।

জাতিসংঘ জানিয়েছে, সবকিছু চূড়ান্ত হওয়ার পর তদন্ত পরিচালনার জন্য আগামী সপ্তাহের মধ্যে একটি পৃথক ফ্যাক্ট-ফাইন্ডিং দল ঢাকায় পাঠানো হবে।

BBS cable ad