South east bank ad

পিরোজপুরে ৩ প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১২:২৯ অপরাহ্ন   |   দুদক

পিরোজপুরে ৩ প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা
টাকা আত্মসাৎ ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের দায়ে পিরোজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তিন প্রকৌশলী ও এক ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের সমন্বিত পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন সম্রাট বাদী হয়ে মামলাটি করেন।
Advertisement

মামলায় আসামিরা হলেন- জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক সহকারী প্রকৌশলী বজলুর রহমান খান, সাবেক নির্বাহী প্রকৌশলী দুলাল চন্দ্র সরকার, সাবেক উপসহকারী প্রকৌশলী শৈলেন্দ্র নাথ মন্ডল ও বরিশালের মেসার্স নূরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাসির উদ্দিন লিটু।

সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় দুদক। এতে বলা হয়, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ, নতুন ভবন নির্মাণসহ আরও দুটি আবাসিক ভবন নির্মাণের জন্য কার্যাদেশ আহ্বান করা হয়। এসব ভবন নির্মাণে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরাদ্দ দেয় ৬৩ কোটি ১৯ লাখ ৯৮৩ টাকা। টেন্ডারের মাধ্যমে কজটি পায় মেসার্স নূরী এন্টারপ্রাইজ। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি তারা। পাশাপাশি নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এর জেরে অধিদপ্তর নূরী এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি বাতিলে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার আসামিরা যোগসাজশে ৭১ কোটি ১৫ লাখ ৭৭৯ হাজার টাকা আত্মসাতের চেষ্টা ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন করেছে। এর জেরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
BBS cable ad