বন্যা: এবার ছুটি বাতিল করলো কৃষি মন্ত্রণালয়ও

ভারতে বাঁধ খুলে দেওয়ায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ অবস্থায় বন্যা কবলিত জেলাগুলোতে এবার কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সব দফতর, সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাকবলিত জেলায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সব দফতর, সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, বন্যায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৮টি জেলায় ২৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রাণহানি হয়েছে ৬ জনের।
এদিকে, বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ভারত জানিয়েছে, তারা বাঁধের মুখ খুলে দেয়নি। পানির চাপে বাঁধ একা একাই খুলে গেছে।