পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তর-পূর্বাঞ্চলের দফতসমূহের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। এছাড়াও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
কন্ট্রোল রুমের নম্বর ০১৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫ ৪০৫৫৭৬, ০১৫৫ ৯৭২৮১৫৮, ০১৬৭৪৩৫৬২০৮ এবং ই-মেইল: ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com.
এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলের দফতরসমূহের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।