শিরোনাম

South east bank ad

তিন সচিব পদে পরিবর্তন, একজনকে ওএসডি

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

তিন সচিব পদে পরিবর্তন, একজনকে ওএসডি

রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগসহ তিন সচিব পদে পরিবর্তন করা হয়েছে। এছাড়া এক সচিবকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এম এ আকমল হোসেন আজাদকে স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব করা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।

এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বারিককে রেলপথ মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এদিকে দেশের ২৫ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে বদলি করা হয়েছে।

BBS cable ad