South east bank ad

যুগ্মসচিব হলেন আরো ২২ জন কর্মকর্তা

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২৪, ০২:২০ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

যুগ্মসচিব হলেন আরো ২২ জন কর্মকর্তা
পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হয়েছেন আরো ২২ উপসচিব। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পদোন্নতি কার্যকর হবে সেই তারিখ থেকে, যেদিন তারা কনিষ্ঠ কর্মকর্তা থেকে পদোন্নতির জন্য অতিক্রান্ত হয়েছেন। পাশাপাশি তারা সেই সময়ের বকেয়া আর্থিক সুবিধাও পাবেন।

এতে আরো বলা হয়েছে, যদি কোনো কর্মকর্তার কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হয়ে থাকে, তবে তাদের বর্তমান কর্মস্থলের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদান পত্র দাখিল করতে হবে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, যদি পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া যায়, তাহলে এই আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে বা প্রজ্ঞাপনে উল্লেখিত ই-মেইল ঠিকানায় (sa1@mopa.gov.bd) তাদের যোগদান পত্র অনলাইনে জমা দিতে পারবেন।

এর আগে রোববার ২০১ জন কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।
BBS cable ad