শিরোনাম

South east bank ad

সৎ ও মেধাবীদের নেতৃত্বে আনতে হবে: আব্দুর রাজ্জাক

 প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০১:২৬ অপরাহ্ন   |   মন্ত্রী

সৎ ও মেধাবীদের নেতৃত্বে আনতে হবে: আব্দুর রাজ্জাক
বিডিএফএন লাইভ.কম

সৎ, নিষ্ঠাবান ও মেধাবীদের নেতৃত্বে আনতে তৃণমূলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

গতকাল রোববার (২৭ মার্চ রাজধানীর খিলগাঁওয়ে ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সৎ ও নিষ্ঠাবান রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃত। এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য যেমন অত্যন্ত অহংকারের তেমনি দেশের জন্যও গর্বের। বিগত ১৩ বছর ধরে তার যোগ্য নেতৃত্বে দেশে সবক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে তা আরো গতিশীল করতে আওয়ামী লীগকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। এজন্য সৎ, নিষ্ঠাবান  ও মেধাবীদের দলের নেতৃত্বে আনতে হবে।

তিনি আরো বলেন, নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকারের নানা রকম পদক্ষেপের ফলে এরই মধ্যে তেলসহ অনেক পণ্যের দাম কমতে শুরু করেছে। কিন্তু দ্রব্যমূল্যের দামকে পুঁজি করে বিএনপি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা অহেতুক আন্দোলন করে আবার গাড়িতে আগুন দেওয়া, মানুষকে পুড়িয়ে মারা, রেললাইন তুলে নেয়ার পায়তারা করছে। এ বিষয়ে নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।

২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সাবের হোসেন চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও খিলগাঁও থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: