শিরোনাম

South east bank ad

বিএনপি মাঠে নেই, বিএনপি শুধু টেলিভিশনে- পঞ্চগড়ে তথ্যমন্ত্রী

 প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৪:১৪ পূর্বাহ্ন   |   মন্ত্রী

বিএনপি মাঠে নেই, বিএনপি শুধু টেলিভিশনে- পঞ্চগড়ে তথ্যমন্ত্রী
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে আজ আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসে  তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাসান মাহমুদ বলেন, বিএনপি মাঠে নেই বিএনপি শুধু টেলিভিশনে আছে।

গতকাল রোববার (২০ মার্চ) বিকেলে চিনিকল মাঠে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী আরো বলেন,যারা দুঃসময়ে  নেতাকর্মী ও প্রধানমন্ত্রীর সাথে ছিল তারাই নেতৃত্বে আসবে। দলের নাম ভাঙ্গিয়ে কিছু কিছু নেতাকর্মী তাদের আখের গুছাচ্ছে তাদের কারণে আজ দলে বদনাম। 

যেভাবে প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে। কেউ আমাদেরকে ভোট না দেওয়ার কথা নয়। তথ্য মন্ত্রী বলেন, এক কোটি পরিবারকে ন্যায্য মূল্যে পণ্য দেওয়ার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী আজ তার উদ্ধোধন করেছেন। 

এর আগে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন,বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। 

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাড.নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ,পঞ্চগড়, আনোয়ার সাদাত সম্রাট এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। 

এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগে কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হোসনে আরা লুৎফর ডালিয়া ও সফুরা বেগম রুমি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পঞ্চগড় আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান উপস্থিত ছিলেন। 
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: