বরিশাল বিমানবন্দর হবে সবচেয়ে আধুনিক ও যুগোপযোগী: পর্যটন প্রতিমন্ত্রী
বিডিএফএন লাইভ.কম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বরিশাল বিমানবন্দর হবে দেশের সবচেয়ে সুন্দর, আধুনিক ও যুগোপযোগী বিমানবন্দর। এ বিষয়ে আমরা প্রকল্প গ্রহণ করছি। এ বিমানবন্দরের রানওয়ে অনেক বড় এবং সবচেয়ে অত্যাধুনিক টার্মিনাল হবে।
আজ শনিবার (১৯ মার্চ) সকালে বরিশাল বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও নির্দেশনায় দেশের সবগুলো বিমানবন্দরে কাজ চালিয়ে যাচ্ছি। বরিশাল বিমানবন্দরের বিষয়ে প্রধানমন্ত্রী অনেক আন্তরিক। তার নির্দেশনায় বরিশাল বিমানবন্দরের রানওয়ে ওভার-লে করার কাজে শিগগিরই হাত দিচ্ছি। যাতে বিমানের ল্যান্ডিং স্মুথ হয়।
তিনি আরো বলেন, এখানে একটি নতুন অত্যাধুনিক টার্মিনাল করার কাজ দ্রুত শুরু হবে। সবমিলিয়ে বরিশাল বিমানবন্দর নিয়ে আমাদের একটি মেজর প্রজেক্ট রয়েছে।
প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, দেশের এভিয়েশন সেক্টর নিয়ে বঙ্গবন্ধুর অনেক স্বপ্ন ছিল। আজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের প্রতিটি বিমানবন্দরে আধুনিকতার ছোঁয়া লেগেছে।
এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সংরক্ষিত আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।