শিরোনাম

South east bank ad

সাবেক রাষ্ট্রপতি, বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃতুতে এলজিআরডি মন্ত্রীর শোক

 প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ০৫:৫১ অপরাহ্ন   |   মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি, বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃতুতে এলজিআরডি মন্ত্রীর শোক
বিডিএফএন লাইভ.কম

সাবেক রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

মন্ত্রী আজ শনিবার (১৯ মার্চ) এক শোকাবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, সাহাবুদ্দীন আহমেদ আজ সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৯৯০ সালের সাহাবুদ্দীন আহমদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। সে বছরই এরশাদ সরকারের পতন হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে রাষ্ট্রপতি করা হয়।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: