শিরোনাম

South east bank ad

শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানয় রকিবুর রহমানের মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক

 প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ০১:০৪ পূর্বাহ্ন   |   মন্ত্রী

শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানয় রকিবুর রহমানের মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রকিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, মরহুম রকিব “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ” অনুমোদিত সামাজিক, সাংস্কৃতিক ও ক্রিয়া সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কার্যক্রম প্রতিষ্ঠালগ্ন থেকেই সারা দেশে ছড়িয়ে দিতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছেন। জনাব রাকিবের মৃত্যুতে দেশ একজন দক্ষ, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রিয়া সংগঠক কে হারালো যা কখনো পূরণ হবার নয়।

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান জনাব মোঃ রকিবুর রহমান আজ ১৮ মার্চ পৌনে একটায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: