শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানয় রকিবুর রহমানের মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রকিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, মরহুম রকিব “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ” অনুমোদিত সামাজিক, সাংস্কৃতিক ও ক্রিয়া সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কার্যক্রম প্রতিষ্ঠালগ্ন থেকেই সারা দেশে ছড়িয়ে দিতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছেন। জনাব রাকিবের মৃত্যুতে দেশ একজন দক্ষ, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রিয়া সংগঠক কে হারালো যা কখনো পূরণ হবার নয়।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান জনাব মোঃ রকিবুর রহমান আজ ১৮ মার্চ পৌনে একটায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)।