শ্রমিকদের স্বার্থে কাজ করব: প্রবাসী কল্যাণমন্ত্রী

বিডিএফএন লাইভ.কম
দেশের শ্রমিকরা মালয়েশিয়ার শ্রমবাজার খুললেই কম খরচে সেখানে যাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
তিনি বলেন, তবে আলোচনা না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা সম্ভব নয়। আমাদের উদ্দেশ্য শ্রমিকদের স্বার্থ রক্ষা। এজন্য যা কিছু করা প্রয়োজন, সে অনুযায়ী আমি কাজ করব।
আজ শুক্রবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর খিলক্ষেতে বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারের জন্য তারা একটি প্রস্তাব দিয়েছে, আমরাও একটি প্রস্তাব দিয়েছি। আমরা কোনো সিন্ডিকেটের পক্ষে-বিপক্ষে নই।
তিনি বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়টি ঝুলে যায়নি। এটা স্বচ্ছ-অস্বচ্ছের বিষয় নয়, আমার প্রাধান্যের বিষয় হচ্ছে শ্রমিকদের স্বার্থ।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।