শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধু শিশুদের অধিকার আদায়েও সোচ্চার ছিলেন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

 প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ০৬:০২ পূর্বাহ্ন   |   মন্ত্রী

বঙ্গবন্ধু শিশুদের অধিকার আদায়েও সোচ্চার ছিলেন:  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ডিএফএন লাইভ.কম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। বিদ্যালয়ে পড়াকালীন সময়েই তাঁর মধ্যে দেশপ্রেম ও মানবিকতাবোধের গুনাবলী পরিলক্ষিত হয়েছিলো।

এছাড়া   শিশুকাল থেকেই তিনি  শিশুদের নয়নমণি ছিলেন। তিনি সবসময় শিশুদের পাশে থাকতেন।  তাদেরকে সহযোগিতা করতেন। শিশুদের  দাবী আদায়েও তিনি সর্বদা সোচ্চার ছিলেন।

তিনি  গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে  আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্ষণজন্মা এই মহাপুরুষ শৈশব থেকেই ছিলেন অত্যন্ত মানবদরদি কিন্তু অধিকার আদায়ে আপসহীন। চল্লিশের দশকে এই তরুণ ছাত্রনেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী’র সংস্পর্শে এসে সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত হন।  

১৯৪৮ সালে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’, ’৫২ এর ভাষা আন্দোলন, ’৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৫৮ এর সামরিক শাসনবিরোধী আন্দোলন, ’৬৬ এর ৬-দফা, ’৬৯ এর গণঅভ্যুত্থান, ’৭০ এর নির্বাচনসহ বাঙালির মুক্তি ও অধিকার আদায়ে পরিচালিত প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। এজন্য তাঁকে বহুবার  কারাবরণ করতে হয়েছে। ৫৫ বছরের ছোটো জীবনে ১৪ বছরের বেশি সময় তিনি কারাগারে ছিলেন।  সহ্য করেছেন অমানুষিক নির্যাতন। কিন্তু বাঙালির অধিকারের প্রশ্নে তিনি কখনও শাসকগোষ্ঠীর সঙ্গে আপস করেননি।

 বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বাঙালির আবেগ ও আকাঙ্ক্ষাকে ধারণ করে বজ্রকণ্ঠে ঘোষণা করেন‍,‍‍ “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’’, যা ছিল মূলত স্বাধীনতার ডাক।

তিনি বলেন,  ২৫শে মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতে নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ চালালে ২৬শে মার্চ ১৯৭১ জাতির পিতা ঘোষণা করেন বাঙালি জাতির বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ন’মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

একটি ভাষণ কীভাবে গোটা জাতিকে জাগিয়ে তোলে, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করে, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ তার অনন্য উদাহরণ।

উল্লেখ্য, মালদ্বীপস্হ বাংলাদেশের ভারপ্রাপ্ত  হাইকমিশনার মোঃ সোহেল পারভেজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রদান করেন,  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

এ সময়ে হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: