শিরোনাম

South east bank ad

জিডিপির আকার ৪১১ বিলিয়ন, মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ ডলার

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ০২:৩৩ পূর্বাহ্ন   |   মন্ত্রী

জিডিপির আকার ৪১১ বিলিয়ন, মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ ডলার

অর্থনীতির ভিত্তি বছর পুনর্নির্ধারণ করায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ৪১১ বিলিয়ন ডলার এবং মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ ডলার হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (২৩ নভেম্বর) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে এ তথ্য জানান তিনি। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

এম এ মান্নান বলেন, অর্থনীতির ভিত্তি বছর সংশোধন করেছি। আমরা ছিলাম ২০০৫-০৬ সালে। এখন ভিত্তি বছর ২০১৫-১৬ বছরে নিয়ে এসেছি। এতে জিডিপির আকার বেড়ে হয়েছে ৪১১ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার।

তিনি আরও বলেন, রিজার্ভ ৫০ বিলিয়ন হয়েছে। দেশে দারিদ্র্যের হার কমে ২০ দশমিক ৫ শতাংশে হয়েছে।

এছাড়া গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছর হয়েছে বলেও জানান মন্ত্রী।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: