শিরোনাম

South east bank ad

প্যানারমিক জাদুঘর তৈরিতে সহযোগিতার আশ্বাস তুরস্কের

 প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১০:৫৯ অপরাহ্ন   |   মন্ত্রী

প্যানারমিক জাদুঘর তৈরিতে সহযোগিতার আশ্বাস তুরস্কের
ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও বাণিজ্য বৃদ্ধিসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্যানারমিক জাদুঘর তৈরিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বুধবার মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ আশ্বাস দেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, দুই দেশের ইতিহাস-ঐতিহ্য এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রীকে মুস্তাফা ওসমান তুরান জানান, তুরস্কে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এবং পার্ক করা হচ্ছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব খাজা মিয়া এ সময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্যানারমিক জাদুঘর তৈরিতে তুরস্কের কারিগরি সহযোগিতা প্রত্যাশা করেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী এ সময় রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সরকার এবং জনগণের সহযোগিতার কথা উল্লেখ করেন।

তুরস্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-তুরস্কের সম্পর্ক পরীক্ষিত। দুই দেশের সংস্কৃতিতে অনেক সাদৃশ্য রয়েছে। এ সময় রাষ্ট্রদূত তুরস্কের স্বাধীনতা যুদ্ধের সময় উপমহাদেশের বহু মানুষ, বিশেষ করে বাঙালিদের সোনা-গয়না বিক্রি করে সহযোগিতা করার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

এছাড়াও তিনি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্ককে নিয়ে লেখা কবিতার কথাও উল্লেখ করেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: