South east bank ad

চুরি করতেই নতুন প্রজেক্ট বানাতো আগের সরকার: সাখাওয়াত হোসেন

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন   |   মন্ত্রী

চুরি করতেই নতুন প্রজেক্ট বানাতো আগের সরকার: সাখাওয়াত হোসেন
 

বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, আমার আগে যারা ছিলেন তাদের কোনো কাজ ছিলো না, চুরি কীভাবে করতে হয়, প্রজেক্ট কীভাবে বানাতে হয়, শুধু এটাই ছিল তাদের কাজ।

শনিবার দুপুরে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) কর্তৃক বিআইআইএসএস এ আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ; মানবাধিকার প্রসঙ্গ’ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এম সাখাওয়াত হোসেন বলেন, প্রজেক্ট কাজ করছে কি না সেটা দেখার দায় আগের সরকারের ছিল না। আমি এখন এক মন্ত্রণালয় দেখছি। পাট তো শেষ। পাট খেয়ে ফেলছে প্লাস্টিকে।

নৌ মন্ত্রণালয় সম্পর্কে উপদেষ্টা বলেন, আরেক মন্ত্রণালয়ে প্রজেক্ট আর প্রজেক্ট দেখতে পাচ্ছি। কিছু বুঝতে পারছি না। ২৪টা স্থলবন্দর বানিয়েছে এর মধ্যে ৮-৯টা স্থলবন্দরে কোনো গরু ছাগলও যায় না। কেন বানিয়েছে? আমার ইচ্ছা হইছে, আমার বাড়ির কাছে বানিয়েছি। আমার বাড়ি বরিশাল, থাকুক না একটা স্থলবন্দর।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: