ময়মনসিংহ ও বরিশাল বিভাগে নতুন কমিশনার
ময়মনসিংহ ও বরিশাল বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উম্মে সালাম তানজিয়াকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার করা হলো। এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শওকত আলীকে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বর্তমানে বরিশাল বিভাগীয় কমিশনারের দায়িত্বে আছেন মো. আমিন উল আহসান। তিনি বিসিএস ১৩ ব্যাচের কর্মকর্তা। গত বছরের জানুয়ারিতে আমিন উল আহসান বরিশাল বিভাগীয় কমিশনারের দায়িত্ব পান। এদিকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের দায়িত্বে আছেন মো. শফিকুর রেজা বিশ্বাস। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩ ব্যাচের এই কর্মকর্তা ২০২১ সালের জুন মাসে ময়মনসিংহ বিভাগের কমিশনার হন।