খুলনায় নতুন বিভাগীয় কমিশনার, স্থলবন্দর কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান
খুলনার নতুন বিভাগীয় কমিশনার হয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হেলাল মাহমুদ শরিফ। আর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে খুলনার বর্তমান বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরীকে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা অতিরিক্ত সচিব মো. হেলাল মাহমুদ শরিফকে খুলনার বিভাগীয় কমিশনার পদে বদলির মাধ্যমে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আর পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরীকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হলো। তিনি বিসিএস ১৩ ব্যাচের কর্মকর্তা। গতবছরের জুলাইয়ে খুলনা বিভাগের কমিশনার হন জিল্লুর রহমান।