ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে তামাক বিরোধী র্যালি
“তামাক নয়, খাদ্য ফলান”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশসহ সারাবিশ্বে আজ পালিত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩। এ উপলক্ষ্যে সকাল ০৯:৩০ ঘটিকায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য তামাক বিরোধী র্যালি বের হয়।
র্যালিটি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় সামনের সড়ক প্রদক্ষিণ করে। উক্ত র্যালিতে জনাব মোঃ সাবিরুল ইসলাম, বিভাগীয় কমিশনার, ঢাকা, জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা, বিভিন্ন ইউনিট প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উপলক্ষ্যে আজ সকাল ১১.০০ ঘটিকায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাবিরুল ইসলাম, বিভাগীয় কমিশনার, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম (বার), অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স)।