ঢাকায় ভূমি সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে আলোচনা সভা
ঢাকায় গতকাল রোববার ৬ জুন ২০২১ইং তারিখে ঢাকা ও জেলা প্রশাসনের উদ্যোগে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২১ইং-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামসহ অন্যান্যরা। এছাড়া আরও অনেকেই ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন।