বোয়ালমারীতে ৯শ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস
ফরিদপুরের বোয়ালমারীতে প্রায় ৯শ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে জব্দ করা ওই নিষিদ্ধ মাছ ধরার জাল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসিল্যান্ড অফিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বারাংকুলা সাপ্তাহিক হাটে কারেন্ট জাল বিক্রি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক ওই জাল জব্দ করে অফিসে নিয়ে আসেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জব্দকৃত ওই ৯০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে অভিযান চালিয়ে বারাংকুলা হাট থেকে ওই নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এরপর সন্ধ্যায় অফিস প্রাঙ্গণে ওই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।