চট্টগ্রামে কামরুল হাসানকে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান
চট্টগ্রামে বিভাগীয় কমিশনার হিসেবে পদোন্নতি পেয়েছেন মোঃ কামরুল হাসান। তিনি এর আগে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ছিলেন।কামরুল হাসানের এ পদোন্নতি হওয়ায় তাকে নেত্রকোণার বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক ও নেত্রকোণা’র বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি কাজি মোঃ আবদুর রহমান। নেত্রকোণার জেলা প্রশাসন এ বিভাগীয় কমিশনারের উজ্জ্বল ও সমৃদ্ধ কর্মজীবন ও পারিবারিক জীবনের প্রত্যাশা করে শুভেচ্ছা জানায়।