বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে ও উন্নয়ন : শফিকুর রেজা বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে ও উন্নয়ন। এই শ্লোগানে সমবায়ীদের স্বচ্ছলতা ও স্বাবলম্বী হওয়ার জন্য এগিয়ে যেতে।
গতকাল ১৪ সেপ্টেম্বর জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ত্রিশাল উপজেলার নারী সমবায় সমিতির সদস্যদের নির্বাচনী বিশেষ সাধারন সভা, যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগ্ম নিবন্ধন মোঃ মশিউর রহমান।
এ ছাড়াও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ত্রিশাল উপজেলার কাঁঠাল ও রামপুর নারী সমবায় সমিতির সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়। বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ।