শিরোনাম

South east bank ad

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

 প্রকাশ: ৩০ মে ২০২১, ০২:৫৩ অপরাহ্ন   |   বিভাগীয় প্রশাসন

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা  পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

হালদা নদী পরিদর্শন করলেন  চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ । প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী পরিদর্শন  এর সময় তিনি হালদার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। হালদা নদীর গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের হ্যাচারিতে সংগৃহীত ডিম থেকে রেণু উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন।

গতকাল শনিবার (২৯ মে) সকাল ১১টার দিকে কালুরঘাট ব্রিজ থেকে সত্তারঘাট পর্যন্ত হালদার বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন তিনি।


 
এসময় তিনি গড়দুয়ারা ইউনিয়নের মাটির কুয়ায় ডিম থেকে রেণু পরিস্ফুটন এবং আইডিএফ হালদা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের হ্যাচারিতে সংগৃহীত ডিম থেকে রেণু উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন।


এ সময় হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুহুল আমিন ,রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, জেলা মৎস্য অফিসার ফারহানা লাভলী, সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন।

BBS cable ad

বিভাগীয় প্রশাসন এর আরও খবর: