খুলনা জেলার সাংস্কৃতিক কর্মী ও খেলোয়াড়দের মাঝে বিভাগীয় কমিশনারের সম্মানী প্রদান
সম্প্রতি খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি বিভাগীয় কমিশনারের স্বেচ্ছাধীন তহবিল হতে খুলনা জেলার সাংস্কৃতিক কর্মী ও খেলোয়াড়দের মাঝে সম্মানী প্রদান করেন। সম্মানী প্রদান অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা জেলার দুঃস্থ ও অসহায় সাংস্কৃতিক কর্মী ও খেলোয়াড়দের মাঝে এই সম্মানী তুলে দেন।
খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সম্মানী প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোর্ত্তজা রশিদী দারা।