South east bank ad

সিংড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৪০টি ঘর পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর

 প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ০২:০৭ পূর্বাহ্ন   |   বিভাগীয় প্রশাসন

সিংড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৪০টি ঘর পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর
সিংড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৪০টি ঘর পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। সোমবার তাজপুর ইউনিয়নের হরিপুর-পারচক এলাকায় নাগর নদের বাঁধে নির্মিত ২২টি ও লালোর ইউনিয়নের আতাইকুলা মৌজায় ১৮টি ঘর তিনি পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুল ইসলাম, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, এ্যসিল্যান্ড রকিবুল হাসান, আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান, প্রতিমন্ত্রী পলকের ব্যক্তিগত সহকারী ও সিংড়া আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক রুহুল আমিন, পিআইও আল আমিন সরকার, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, লালোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।


বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর পরিদর্শনকালে ভূমিহীন জাহানারা, হাফিজা বেগম, আনসার আলীসহ অনেকে কষ্টের কথা শোনেন এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে কোথাও ক্রটি-বিচ্যুতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

BBS cable ad

বিভাগীয় প্রশাসন এর আরও খবর: