South east bank ad

খুলনায় সংক্রমণ বেড়ে যাওয়ায় মোবাইল কোর্ট : তৎপর এপিবিএন-বাংলাদেশ আনসার-র‍্যাব-পুলিশ সদস্যরা

 প্রকাশ: ২৪ জুন ২০২১, ১১:৫৬ অপরাহ্ন   |   বিভাগীয় প্রশাসন

খুলনায় সংক্রমণ বেড়ে যাওয়ায় মোবাইল কোর্ট : তৎপর এপিবিএন-বাংলাদেশ আনসার-র‍্যাব-পুলিশ সদস্যরা
খুলনায় করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে মহানগর ও উপজেলায় শুরু হয়েছে কঠোর লকডাউন। খুলনা  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর  নির্দেশে এবং  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী এর তত্ত্বাবধানে বুধবার খুলনা মহানগরীর বিভিন্ন পয়েন্টে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এদিকে উপজেলাসমূহে স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে মহানগর ও উপজেলায় মোট ৯৪ মামলায় ৯৪ জনকে ১লাখ ২১হাজার ২শ ৫০ টাকা জরিমানা ও ১৩ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 
উল্লেখ্য, সাম্প্রতিককালে খুলনায় করোনাভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় গত ২০ জুন, ২০২১ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বাত্মক লকডাউন আরোপের সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে জারিকৃত গণবিজ্ঞপ্তির নির্দেশনাসমূহ সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা তদারকি করতেই মূলত এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন এপিবিএন, বাংলাদেশ আনসার, র‍্যাব এবং থানা পুলিশের সদস্যগণ। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে জেলা প্রশাসন কর্তৃক এমন অভিযান অব্যাহত থাকবে।
BBS cable ad

বিভাগীয় প্রশাসন এর আরও খবর: