দিকনির্দেশনামূলক বক্তব্য রাখলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার
আজ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ে জেলা রিসোর্স টিম (ডিআরটি) এর সদস্যগণের জন্য (২১-২২ জুন) দুই দিন ব্যাপী "প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স" এর আয়োজন করা হয়। এই প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সটি উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার এর ঢাকা বিভাগের পরিচালক ড. মোঃ আমিনুর রহমান, এনডিসি।এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার এর ঢাকা বিভাগের উপপরিচালক খাদিজা তাহেরা ববি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীবৃন্দের উদ্দেশ্যে অভিজ্ঞতালব্ধ এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ।