ফুলবাড়িয়ায় প্রকল্প পরিদর্শনে উপ সচিব গালিভ খান
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) এ কে এম গালিভ খান আজ রবিবার ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরে বাস্তবায়িত এলজিএসপি-৩ প্রকল্প পরিদর্শন করেন। এ ছাড়াও পুটিজানা ইউনিয়ন পরিষদের ভিজিডি বিতরণ কার্যক্রম নিয়ে কথা বলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন পারভীন, ইউপি চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার, ইউপি সচিব মো: ইদ্রিস আলী, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া বালিয়ান ইউনিয়ন পরিষদও পরিদর্শন করেন তিনি। উপ পরিচালক (উপ সচিব) এ কে এম গালিভ খান কে স্বাগত জানান বালিয়ান ইউপি চেয়ারম্যান শামীমা আশরাফ।