South east bank ad

আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় ০৫ সদস্য আটক

 প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০৩:৪০ অপরাহ্ন   |   জেলা পুলিশ

আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় ০৫ সদস্য আটক
কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ৪নং আমড়াতলী ইউপিস্থ শিমপুর এলাকার বাসিন্দা জনৈক সুলতান আহাম্মেদ এর ০১টি 155cc Suzuki GIXER মোটর সাইকেল গত ১৬/০৫/২০২৩খ্রি: তারিখ রাত ০২.৩০ ঘটিকা থেকে ০৫.০০ ঘটিকার মধ্যে অজ্ঞাত নামা চোরেরা রান্না ঘরের দরজ ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। বর্ণিত ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৭, তাং-১৭/০৫/২০২৩খ্রি:, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়।

উক্ত ঘটনায় পুলিশ সুপার কুমিল্লার নির্দেশে কোতয়ালী থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮/০৫/২০২৩খ্রি: তারিখ মামলার আসাম মেহেদী হাসান(২৬), পিতা-মো: বশির আহাম্মদ, সাং-দুলালপুর, থানা-ব্রাহ্মণপাড়া, এ/পি ধানমন্ডি রেইসকোর্স এলাকার ভাড়াটিয়া, থানা- কোতয়ালী, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীকে জিজ্ঞাসাবাদে আন্ত: জেলা মোটর সাইকেল চোর চক্রের ০১টি বড় গ্যাং এর সদস্যদের তথ্য পাওয়া যায়।

 উক্ত আসামীকে আদালতে প্রেরণ করিলে ফৌ: কা: বি: ১৬৪ ধারা মতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। কোতয়ালী থানা পুলিশের একাধিক টিম চোরচক্রের সদস্যদের গ্রেফতারে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করতে থাকে।

এরই মধ্যে মোটর সাইকেল চোরচক্রের একজন আটক হয়েছে সংবাদ পেয়ে শিমপুর এলাকার বাসিন্দা মো; নুরুল আমিন, গত ০২/০৬/২০২৩খ্রি: তারিখ কোতয়ালী থানায় হাজির হয়ে জানান যে, তার ছেলের ০১টি 155CC YAMAHA R15 মোটর সাইকেল বারান্দার তালা ভেঙ্গে গত ১৫/০৩/২০২৩খ্রি: তারিখ মধ্যরাতে অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে গেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে কোতয়ালী থানার মামলা নং-০৮, তাং- ০২/০৬/২০২৩খ্রি:, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।

গত ১৮/০৫/২০২৩খ্রি: তারিখ গ্রেফতার হওয়া আসামী মেহেদী হাসান এর দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ছত্রখিল পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান পরিচালনা করে কুমিল্লা বরুড়া থানা এলাকার আসামী (১) জামাল হোসেন, পিতা-চাঁন মিয়া, সাং-তারাপুকুরিয়া, কে গত ০২/০৬/২০২৩খ্রি: তারিখ বরুড়া থেকে গ্রেফতার করে।

আসামী জামাল হোসেন এর দেওয়া তথ্য মতে আন্ত: জেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্যদের মধে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা, নোয়াখালী জেলার সেনবাগ, সোনাইমুড়ি, থানা এলাকায় অভিযান পরিচালনা করে (২) সালাউদ্দিন(২৮), পিতা-আ: মমিন, সাং-অষ্টগ্রাম, (৩) আমির সুজন(২৭), পিতা-পেয়ার আহাম্মদ, সাং-তেতৈয়া, উভয় থানা- নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা (৪) সাব্বির হোসেন জনি (২৩), পিতা-জামাল উদ্দিন, সাং- রাজাপুর আব্দুল নবী, থানা-দাগড়ভূইয়া, জেলা-ফেনী, এ/পি নাওড়ি, থানা-সোনাইমুড়ি, জেলা- নোয়াখালী, (৫) তানভীর হোসেন (২০), পিতা-ফারুক হোসেন, সাং-নাওড়ি, থানা-সোনাইমুড়ি, জেলা- নোয়াখালীদের গ্রেফতার করেন এবং চোরাই যাওয়া (১) 155cc Suzuki GIXER (2) 155CC YAMAHA R15 মোটর সাইকেল উদ্ধার করেন।

আসামী জামাল এর বিরুদ্ধে পূর্বের ডাকাতি, চুরি সহ ০৫টি মামলা এবং সালাউদ্দিন এর বিরুদ্ধে ০১টি চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃত ০৫ জন আসামীকে আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: