South east bank ad

গার্মেন্টস ফ্যাক্টরির অভ্যন্তরে জাল টাকা তৈরির কারখানা

 প্রকাশ: ২৪ মে ২০২৩, ০২:২৩ অপরাহ্ন   |   জেলা পুলিশ

গার্মেন্টস ফ্যাক্টরির অভ্যন্তরে জাল টাকা তৈরির কারখানা
২৪/০৫/২০২৩ ইং তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকায়  সাভার থানাধীন অন্ধ মার্কেটের সামনে জাল টাকা নিয়ে লিচু ক্রয় করতে গেলে স্থানীয় জনগন জাল নোট সহ তাকে আটক করে পুলিশকে সংবাদ দিলে সাভার মডেল থানার এসআই রাসেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ মোঃ সাখাওয়াত হোসেন খান (৫০), পিতা মৃতঃ জয়নাল আবেদীন খান, মাতা-মৃত নুরজাহান বেগম, গ্রাম-ডিগ্রিরচর  খান বাড়ি, থানা- মুলাদী, জেলা-বরিশাল, বর্তমান সাং-সাদাপুর, পুরান বাড়ি, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ১৭,০০০/- (সতের হাজার) টাকা মূল্য মানের জাল নোটসহ গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায়,  সাভার থানাধীন সাদাপুর পুরানবাড়ি এলাকায় তার সাউথ বেঙ্গল গার্মেন্টস এর অভ্যন্তরে তিনি অন্যান্য লোকজনের সহায়তায় জাল নোট তৈরির কারখানা গড়ে তুলেছে এবং তিনি আরো জানান আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরুর হাটে এই জালনোট ব্যবহার করে তিনি বিপুল অর্থের মালিক হবেন। 

এরপর উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে ঢাকা জেলার পুলিশ সুপার  দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অপস্ ও ট্রাফ্রিক (উত্তর), অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল এবং অফিসার ইনচার্জ, সাভার মডেল থানাদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামী সাখাওয়াত হোসেন খানের সাউথ বেঙ্গল গার্মেন্টসের অভ্যন্তরে আলাদা কক্ষে জাল নোট তৈরির কারখানার মধ্যে মোঃ নাজমুল হোসেন (২৪), পিতা-মো: মানিক মোল্লা, মাতা-নাসিমা বেগম, সাং-বয়াতি কান্দি (রাগুয়া কাজিরচর), থানা-মুলাদী, জেলা-বরিশাল ও সুজন মিয়া (৩০), পিতা-আল ইসলাম সরদার, মাতা-মাহিমা বেগম, সাং-গয়াধর, থানা-পালং, জেলা-শরিয়তপুর, বর্তমান ঠিকানা-সাদাপুর পুরানবাড়ি, খলিফাকান্দি সরদারবাড়ি, থানা-সাভার, জেলা-ঢাকাকে আটক করা হয়।

 জাল নোট তৈরির কারখানা হতে বিভিন্ন নাম্বারের সর্বমোট ৫০ লক্ষ ১৭ হাজার টাকা মূল্য মানের জাল নোট, ০১ বোতল বিদেশি মদ, ০১ টি বিয়ার, ১০০ পিস ইয়াবা ও জাল টাকা তৈরির বিপুল পরিমান মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদী এবং উপকরণ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: