South east bank ad

বগুড়া প্রধান ডাকঘরে চাঞ্চল্যকর ডাকাতি ও অফিস সহায়ক হত্যার অভিযুক্ত গ্রেফতার

 প্রকাশ: ০৪ মে ২০২৩, ০৯:০৮ অপরাহ্ন   |   জেলা পুলিশ

বগুড়া প্রধান ডাকঘরে চাঞ্চল্যকর ডাকাতি ও অফিস সহায়ক হত্যার অভিযুক্ত গ্রেফতার
বগুড়া প্রধান ডাকঘরে চাঞ্চল্যকর ডাকাতি ও অফিস সহায়ক হত্যার ঘটনায় সরাসরি জড়িত একমাত্র অভিযুক্ত গ্রেফতার ও ঘটনার মূল রহস্য উদঘাটন

গত ২৪ এপ্রিল রাত্রি অনুমান ৪ ঘটিকার সময় বগুড়া প্রধান ডাকঘরের ভল্ট কেটে ডাকাতি ও ডাকঘরে প্রহরারত অফিস সহায়ক শ্রী প্রশান্ত কুমার আচার্য্য-কে হত্যার ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়। বগুড়া সদর থানার পাশাপাশি বগুড়া ডিবির একটি দল তাৎক্ষণিক তদন্তে নামে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আক্তার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরাফত ইসলাম এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া'র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ-এর নেতৃত্বে ডিবি বগুড়া ও সদর থানার যৌথ টিম নিখুঁত গোয়েন্দা তথ্য ও ডিজিটাল ফুট প্রিন্টের ভিত্তিতে ৩ মে নওগাঁ জেলায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো: শফিকুল ইসলামকে গ্রেফতারপূর্বক মূল রহস্য উদঘাটন করে। বিভিন্ন অতীব গুরুত্বপূর্ণ আলামত ও সাক্ষ্যপ্রমাণ উদ্ধার করা হয়।

 বগুড়া ডাকঘরের ডাকাতিসহ হত্যা ঘটনাটি ছিলো জেলা পুলিশ, বগুড়ার জন্য অত্যন্ত চ্যালেঞ্জের।  সর্বোচ্চ সক্ষমতা, কর্তব্যনিষ্ঠা, পেশাদারিত্ব, আন্তরিকতা, সমন্বয় এবং দলগত সংহতির বিনিময়ে এই ঘটনার মূল রহস্য উদঘাটন সম্ভবপর হয়েছে।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: