বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

গৌরীপুর প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৭ মার্চ) সকাল ১১ টায় পৌর পরিষদ প্রাঙ্গণে এ সংবর্ধনা দেয়া হয়।
পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন এবং কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিমের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন, আব্দুল হান্নান, ইকবাল হাসান খান পাঠান।
এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য এইচ এম খায়রুল বাসার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, পৌর পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।