ঠাকুরগাঁও বিআরটিএর সহকারী পরিচালককে শোকজ

অনিয়মের অভিযোগে ঠাকুরগাঁও বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুরে ৩০০ টাকায় ‘পাস’, ‘পরীক্ষা ছাড়াই মিলছে ড্রাইভিং লাইসেন্স’ এমন চাঞ্চল্যকর অভিযোগে অভিযান পরিচালনা করেন দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী।
এ দিকে দুদকের অভিযানে বিআরটিএ অফিসের কার্যক্রম এক প্রকার থমকে যায়। হঠাৎ এমন অভিযানে বিস্মিত হন সেবাপ্রার্থীরাও।
দুদকের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী বলেন, ‘আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি যে মোটরযান পরীক্ষার নামে প্রতি গ্রাহকদের থেকে ৩০০ টাকা করে ঘুষ আদায় করা হচ্ছে। দালালদের দিয়ে অবৈধভাবে পাস করিয়ে দেওয়া হচ্ছে। এসব অনিয়মের প্রমাণ খুঁজতেই এই অভিযান চালানো হয়েছে। আমরা এর প্রাথমিক সত্যতাও পেয়েছি।
’
অভিযানে বিআরটিএ চত্বর থেকে আইয়ুব আলী নামে এক দালালকে শনাক্তের পর তাকে আইনের আওতায় আনতে বিআরটিএকে নির্দেশ দিয়েছে দুদক।
এদিকে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ঠাকুরগাঁও বিআরটিএর সহকারী পরিচালক তন্ময় কুমারকে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা তন্ময় কুমারের সঙ্গে যোগাযোগের করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।