South east bank ad

পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ১২:৪৭ অপরাহ্ন   |   দেশ

পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):

পঞ্চগড়ে  বিশ্ব নাট্য দিবস উপলক্ষে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রোববার (২৭ মার্চ) দুপুরে নাট্য সংগঠন ভূমিজের আয়োজনে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে ভূমিজের উপদেষ্টা, পঞ্চগড় জেলা উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক আবু তোয়াবুর রহমান, বেসরকারী সংস্থা পরস্পরেরর  নির্বাহী পরিচালক আক্তারুন্নাহার সাকি, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারন সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় জেলা শিশু কর্মকর্তা মো: আক্তারুজ্জামান, ভুমিজ নাট্যদলের সভাপতি সরকার হায়দার, বাংলাদেশ যাত্রা ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সরকার, দিশারী নাট্যদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন।

মানববন্ধনে জেলার তিনটি নাট্য সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের শতাধিক মানুষ অংশ নেন। এসময় বক্তারা পঞ্চগড়ে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও তা পাবলিক বিশ্ববিদ্যালয়। দেশে এখনো কোন সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় না থাকায় ক্ষোভ প্রকাশ করে দেশের শিল্প ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সরকারের কাছে দ্রুত সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।
BBS cable ad