South east bank ad

হত-দরিদ্রদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের বিনামূল্যে বকনা গরু বিতরণ

 প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৭:৪২ অপরাহ্ন   |   দেশ

হত-দরিদ্রদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের বিনামূল্যে বকনা গরু বিতরণ
বিডিএফএন লাইভ.কম

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে ৫০জন হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। 

আজ রবিবার (২৭শে মার্চ) দুপুরে গোবিন্দনগর সুগার মিল ইক্ষু খামার মাঠে এই বিতরণ অনুষ্ঠিত হয়। 

গরু বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

এসময় ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভূঁইয়া। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.হেমন্ত কুমার রায়,সিনিয়র ম্যানেজার, নীলফামারী কোঅর্ডিনেশন অফিস স্বপন মন্ডল,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,জেলা মহিলা দলের সভাপতি ও মহিলা কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর দোলন কুমার মজুমদার। 

এসময় বক্তারা বলেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁওয়ে শুধু শিশুদের উন্নয়ন ও মানুষিক বিকাশে কাজ করছে না। দরিদ্র ও হত-দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ সহ অসংখ্য কাজ করে চলেছে। বক্তারা এসময় ওয়ার্ল্ড ভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
BBS cable ad